যে কারণে আপনার চাকরি হচ্ছে না

পড়ালেখা শেষ করেছেন। সার্টিফিকেট হাতে রয়েছে। একের পর এক চাকরির আবেদন করে যাচ্ছেন। কখনও ইন্টারভিউ এর ডাকই পাচ্ছেন না, আবার ইন্টারভিউ এর ডাক পেলেও চাকরি হচ্ছে না। চলুন জেনে নেই এই সমস্যার সমাধান-

যে কারনে ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না

  • চাকরীর বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার সিভি না বানিয়ে একই সিভি গনহারে সবাইকে পাঠাচ্ছেন
  • আপনার সিভির ফরম্যাট ঠিক নেই, তথ্য ভূল রয়েছে বা তথ্যে ঘাটতি রয়েছে
  • আপনার পড়ালেখা ও যোগ্যতা চাকরীর সাথে অসামন্জস্যপূর্ন
  • অভিজ্ঞতা না থাকা

ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না

  • যে বিষয়ে নিয়োগ দেয়া হবে সে বিষয়ে আপনি যথেষ্ট দক্ষ নন
  • আপনি যে কোম্পানিতে আবেদন করছেন তার ব্যাপারে আপনি যথেষ্ট জানেন না
  • আপনি ইন্টারভিউয়ের প্রচলিত প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন নাই
  • ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য স্কিলের দিকে আপনি জোর দেন নি
  • টেকনিক্যাল দক্ষতার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হচ্ছেন না
  • ইন্টারভিউ বোর্ডে চাকরীর ব্যাপারে আপনি অতি উৎসাহ দেখাচ্ছেন
  • ইন্টারভিউ বোর্ডে তাদের সন্তুষ্ট করার মতো আপনি লক্ষণীয় কিছু করেন নি
  • ঘন ঘন চাকরী বদলের ইতিহাস যদি থাকে
  • অতিরিক্ত যোগ্যতা
  • বেতন যদি বেশি চান

কখনো কখনো এরকম সময় আসে যে আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করা সত্ত্বেও আশানুরূপ ফলাফল পাই না। শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা করাই আপনার হাতে আছে, চাকরি পাওয়া বা না পাওয়া আপনার নিয়ন্ত্রণের বাইরে। তাই যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে আছে তার দিকে মনোযোগ দিন এবং সামনে এগিয়ে যান। চাকরির সন্ধান অনেক সময়সাপেক্ষ ব্যাপার, কিন্তু দিনশেষে যখন মনের মতো চাকরি পেয়ে যাবেন তখন এই সব কষ্টই ফলপ্রসূ হবে।

Views 341 times