৭। হেলপার (বাস)
আবেদনের শেষ তারিখ 2024-06-25
Job Type: Full Time

শিক্ষাগত যোগ্যতাঃ
অষ্টম শেণি/জেএসসি পাস। ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী ও গাড়ী চালানোয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

১। অন্যান্য সুবিধাঃ নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে।
২। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ন বায়োডাটা এবং যেকোনো ব্যাংক হতে প্রতিষ্ঠানের অনুকুলে ক্রমিক নম্বর ১ ও ৩ এর জন্য ১,০০০/-(এক হাজার) টাকা, ক্রমিক নম্বর ২ ও ৪ এর জন্য ৬০০/- (ছয়শত) টাকা এবং ক্রমিক নম্বর ৫ থেকে ৯ এর জন্য ৩০০/-টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ (অফেরতযোগ্য) স্বাক্ষরিত আবেদনপত্র “অধ্যক্ষ” রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,রাজশাহী সেনানিবাস” বরাবর আগামী ২৫ জুন ২০২৪ তারিখের মধ্যে পৌছাতে হবে। খামের উপর পদ ও বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে অথবা অনলাইনে www.rajcpsc.edu.bd সাইটে আবেদন করা যাবে।
৩। ক্রমিক নম্বর ১,৩,৪,৫ ও ৬ এর জন্য আগামি জুন ২০২৪ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় এবং ক্রমিক নম্বর ২,৭,৮ ও ৯ এর জন্য আগামী ২৯ জুন ২০২৪তারিখ দুপুর ১২:০০ঘটিকায় লিখিত পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।
৪। বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার ইনডেক্স ও সীটপ্ল্যান www.rajcpsc.edu.bd সাইটে/প্রতিষ্ঠানের নোটিশবোর্ডে প্রদান করা হবে। পরীক্ষার অংশগ্রহনের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকেই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ন বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।

প্রকাশকালঃ ৩১-০৫-২০২৪

পদসংখ্যা: ১

বেতন: ৮২৫০-২০০১০


জব ও আবেদনের নিয়ম বিস্তারিত জানতে Login


Share on
আবেদনটি ৭২ বার দেখা হয়েছে

More Jobs