১। প্রভাষক (অর্থনীতি)
আবেদনের শেষ তারিখ 2024-06-25
Job Type: Full Time

শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রী। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ গ্রহনযোগ্য হবে না। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
(খ)প্রার্থীদের ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
(গ) কলেজ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

১। অন্যান্য সুবিধাঃ নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে।
২। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ন বায়োডাটা এবং যেকোনো ব্যাংক হতে প্রতিষ্ঠানের অনুকুলে ক্রমিক নম্বর ১ ও ৩ এর জন্য ১,০০০/-(এক হাজার) টাকা, ক্রমিক নম্বর ২ ও ৪ এর জন্য ৬০০/- (ছয়শত) টাকা এবং ক্রমিক নম্বর ৫ থেকে ৯ এর জন্য ৩০০/-টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ (অফেরতযোগ্য) স্বাক্ষরিত আবেদনপত্র “অধ্যক্ষ” রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,রাজশাহী সেনানিবাস” বরাবর আগামী ২৫ জুন ২০২৪ তারিখের মধ্যে পৌছাতে হবে। খামের উপর পদ ও বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে অথবা অনলাইনে www.rajcpsc.edu.bd সাইটে আবেদন করা যাবে।
৩। ক্রমিক নম্বর ১,৩,৪,৫ ও ৬ এর জন্য আগামি জুন ২০২৪ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় এবং ক্রমিক নম্বর ২,৭,৮ ও ৯ এর জন্য আগামী ২৯ জুন ২০২৪তারিখ দুপুর ১২:০০ঘটিকায় লিখিত পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।
৪। বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার ইনডেক্স ও সীটপ্ল্যান www.rajcpsc.edu.bd সাইটে/প্রতিষ্ঠানের নোটিশবোর্ডে প্রদান করা হবে। পরীক্ষার অংশগ্রহনের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকেই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ন বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।

প্রকাশকালঃ ৩১-০৫-২০২৪

পদসংখ্যা: ১

বেতন: ২২০০০-৫৩০৬০


জব ও আবেদনের নিয়ম বিস্তারিত জানতে Login


Share on
আবেদনটি ৪৬ বার দেখা হয়েছে

More Jobs